কপ-২৯ সম্মেলনে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- By Jamini Roy --
- 13 November, 2024
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ (কনফারেন্স অব দ্য পার্টিস-২৯) সম্মেলনে বুধবার (১৩ নভেম্বর) বক্তব্য রাখবেন। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে তিনটার মধ্যে তিনি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের সংকট ও তার সমাধান নিয়ে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য প্রদান করবেন।
ড. ইউনূস সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান। এর আগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টার দিকে ঢাকা ত্যাগ করেন তিনি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ কীভাবে এ সংকটের মোকাবিলা করছে এবং এ ক্ষেত্রে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করতে সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) বাকুতে কপ-২৯ সম্মেলনের উদ্বোধনী দিনে ড. ইউনূস বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটান। তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ ছাড়াও তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও তিনি লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্যন্ত আজারবাইজানে এই সফর অব্যাহত থাকবে, এবং তিনি কপ-২৯ সম্মেলনের বিভিন্ন ফোরামে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। ড. ইউনূসের বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের সংকট ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিশেষ করে, জলবায়ু সহায়তা ও ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর ভূমিকা ও প্রতিশ্রুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন।